স্মৃতির পাতায় ভেসে ওঠলা মিউনিক শহর;
সাজানো-গোছানো শহর অনেক সুন্দর।
অফিসের কাজে ছিল সেই ভ্রমণ;
দিনান্তে ছিল ডিনারের আয়োজন।
বুফে ডিনার খাদ্য নিচ্ছে যার যা দরকার;
আমিও ইচ্ছে মতো নিলেম প্লেট ভর্তি খাবার।

সবাই মিলে গল্প আর রসনা মিটে খেলাম;
খাবার শেষে দারুন একটি শিক্ষা পেলাম।
প্লেটে রয়ে যায় কিছু খাবার;
পাশের জার্মানের আবদার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তীব্র খাদ্যের অভাব;
খাদ্য নষ্টকে ভাবে জার্মানরা গুরুতর পাপ।

রতন টাটা গোণেন পঞ্চাশ ইউরো জরিমানা;
অদ্যকার পত্রিকা থেকে ঘটনা গেল জানা।
জার্মান হোটেলে করেছিলেন খাদ্য নষ্ট;
তাই তাকে পেতে হয়েছিল এই কষ্ট।
রতন টাটা বলেছিলেন হয়েছে তার শিক্ষা;
এভাবেই নানা ঘটনায় গুণীজন নেন দীক্ষা।

পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ খাদ্য হয় নষ্ট;
তাতে সহজে মিটতে পারে অনাহারির কষ্ট।
শুধু সঠিক ব্যবস্থাপনা দরকার;
এ দায়িত্ব নিতে পারে সরকার।
ইসলামী মূল্যবোধ নিয়ে কত কথার প্রচার;
প্লেট চেটেপুটে খেতে হবে ধারে না কেউ ধার।
তারিখ: ১৩-১০-২০২৪ ইং;