শেখ মোঃ খবির উদ্দিন
আমি পল্লী বালা নিভৃত পল্লীতে বাস;
কোন কাজে নেই বড় উচ্ছ্বাস।
শামুকের মতো নিজেকে গুটিয়ে রাখি;
রাস্তায় চলতে আনত আঁখি।
বকাটে ছেলেরা দিলে টিটকারি;
আমি সেখান থেকে চলে যাই তাড়াতাড়ি।
দেখলাম শাহরুখের চেন্নাই এক্সপ্রেস;
ছবিখানা হয়েছে সত্যিই বেশ।
শাহরুখকে দেখতে লাগল অসাধারণ;
তার প্রেমে মজে গেল আমার মন।
দিবানিশি ভাবি শুধু তার কথা;
শাহরুখ ছাড়া মনে হয় জীবন বৃথা।
আটপৌরে জীবনে বাধা ছিল যে মন
সে মনটা করে এখন কেমন কেমন।
শাহরুখ চোর করল চুরি মনটা আমার;
ফিরে পেতে চাই মনটা আবার;
ধন চোর মান চোর সাজা পায় সবাই;
অবলা নারী আমি মন চুরির বিচার চাই।
তারিখ: ১০-০৫-২০২৪ ইং;