বিজয় মানেই আনন্দ উল্লাস গৌরব;
দিকে দিকে ছড়িয়ে দেয় সৌরভ।
হোক না ছোট্ট খুকুর দড়ি লম্ফ;
অথবা অলিম্পিকে কুস্তিগীরের দম্ভ।
উৎফুল্ল মন বয়ে যায় খুশির বান;
কন্ঠে নেই সুর তবুও গেয়ে ওঠে গান।
রাজ্য বিজয় সেতো বিশাল সাফল্য;
রাজ্যজুড়ে মানুষ হয় উৎফুল্ল।
বাজে নহবত গর্জে ওঠে কামান;
আসমান সম বৃদ্ধি পায় রাজ সম্মান।
মাসব্যাপী চলে বিজয় উৎসব;
উন্মুক্ত রাজকোষ চারদিক ধন্য রব।
ডিসেম্বর ষোল বাঙালির বিজয় দিবস;
হৃদয়ে দোলা দেয় খুশির পরশ।
উনিশ’শ একাত্তরের এই দিন;
শুনলে হৃদয় মাঝে বাজে খুশির বীণ।
নব্বই হাজার সৈন্য সহ আত্মসমর্পণ;
পাক জান্তা জেনারেল নিয়াজির পতন।
বহু রক্ত দিয়ে কেনা মোদের স্বাধীনতা;
ভুলি নাই ত্রিশ লক্ষ শহীদের কথা।
দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়;
ছিনিয়া নিয়েছি কাঙ্খিত জয়।
দেশি রাজাকার করেছে প্রতিরোধ;
ধর্মের দোহাই দেয় ভাবে জনতা নির্বোধ।
বাঙালির সম্পদ/নারী গনিমাতের মাল।
রাজাকারের কাছে ছিল নাকি হালাল।
তারা অকাতরে করছে ধর্ষণ;
বাঙালি পুরুষদের প্রতি গোলা বর্ষণ।
ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আবেদন;
রাজাকার আল বদর করতে হবে বর্জন।
বহু রক্তে কেনা লাল সবুজের পাতাকা;
হৃদয়ের অন্তস্থলে রয়েছে আঁকা।
বিজয় দিবসকে জানাই সশ্রদ্ধ সম্মান;
করবো অন্যায় অবিচারের অবসান।
প্রতিজ্ঞা করি দেশটা বাসব ভালো;
প্রতি ঘরে জ্বালিয়ে দেবো খুশির আলো।
তারিখ: ১৬-১২-২০২৪ ইং;