যদি কর ভুল দিতে হবে মাশুল।
প্রকৃতি দিবেনা ছাড় একচুল।
যদি কর গাছ সাবাড়;
দেশটা হবে কার্বনের আধার।
পড়ালেখায় কর অবহেলা;
পরীক্ষায় ফেল শয়তানের চেলা।
বান্দরকে যদি তুলে দাও গাছে;
ফিরবে না আর তোমার পাশে।
গাছের ফল করবে সাবার;
জুটবে না কিছু ভাগ্যে তোমার।
কপাল চাপড়ে করবে হায় হায়;
এ দায় কখনো নেবেনা বিধাতায়।
ভোট দিতে এবার যদি করো ভুল;
হারাবে তখন দু’কূল।
মাথায় তোমার ভাঙবে কাঁঠাল;
তুলে নেবে পিঠের ছাল।
ভোটের সময় মালিকানা জনতার
ভোট পেরুলেই নিধিরাম সরদার।
তারিখ: ১৬-০৭-২০২৪ ইং;