লেজকাটা এক নেকড়ে পাহাড়ের ধারে বাস;
সুযোগ পেলেই ছাগল ভেড়ার করে সর্বনাশ।
একদিন করে এক মস্ত ভেড়া শিকার;
ভেড়ার চামড়া দেখে মাথায় বুদ্ধি খেলে তার।
যেহেতু নেই তার নম্বা লেজ;
ভেড়ার চামড়া গায়ে দিলে সেও হবে মেষ।
তারপর মেষের দলে ভিরবে;
সুযোগ মতো একটি করে ভেড়া হজম করবে।
কথা মত কাজ নেকড়ে নিল ভেড়ার সাজ;
ভেড়ার দলের মাঝে করতে থাকে বাস।
ঘাস খাবার ভান করে;
ভোজন সাড়ে ছোট ছোট ভেড়া ধরে ধরে।
মা ভেড়া সন্তান হারিয়ে কেঁদে সাড়া;
নজর তার চারদিকে খারা।
দেখে সে নেকড়ে ভেড়ার মুখে রক্ত;
নিশ্চিত হয়ে সর্দারের সম্মুখে করে ব্যক্ত।
সর্দার সব পুরুষ ভেড়াকে ডেকে নিয়ে কয়;
মনে নিও না কেহ ভয় নেকরের হবে ক্ষয়।
আমি সবার আগে করবো আক্রমণ;
তোমরা সমানে দিবে গুতা নহে কাল খেপণ।
সবার সিঙ্গের ঘায়ে নেকলে সাবাড়;
একতাই বল তাই প্রমাণিত হলো আবার।
ডেকে কয় সর্দার এমনি একতা দরকার;
তাহলেই কেউ ক্ষতি করতে পারবে না আর।
তারিখ: ০১-১১-২০২৪ ইং;