দুনিয়া মাঝে মানুষ বড়ই আজব প্রাণী;
এই সত্যটা আমরা সবাই মানি।
উদারতা আর মহত্ত্বে মানুষ অনন্য;
মানুষের মানবীয় গুনে জগৎ হয় ধন্য।
মহৎ প্রান এ সব মানুষ আছেন ধরায়;
তাইতো প্রাণী জগৎ পরিবেশ রক্ষা পায়।

মানুষের কল্যাণে সততা কাজ করে যায়;
বিজ্ঞানী পরিবেশ জগত সভায়।
শিক্ষক ছড়িয়ে দেয় গানের আলো;
কবি সাহিত্যিক সদা চায় সমাজের ভালো।
লক্ষ মানুষ নিজ জীবন করেছে উৎসর্গ;
সর্বদা করেছে চেষ্টা জগতকে বানাবে স্বর্গ।

আবার কিছু মানুষ আছে যে পাতে খায়;
সেখানেই অবলীলাল ময়লা ছড়ায়।
বট গাছের ছায়ায় বিশ্রাম নেয়;
যাত্রাকালে বিনে কাজে ডাল ভেঙে দেয়।
আলোক লতার আশ্রয় বৃক্ষ ঘাড়ে;
ভালোবাসার বদলে গাছের জীবন কাড়ে।

সমাজে এ ধরনের মানুষেই গেছে ভরে;
এদের দিয়ে সুখের সমাজ কেমনে গড়ে?
আগাছার গোড়া উপরে ফেলা দরকার;
সচেতন মানুষকেই নিতে হবে এর ভার।
নইলে দুনিয়াটা হবে ছারখার।
বন্ধু বেসে ঘুরছে কৃতঘ্ন মোদের চারিধার।
তারিখ: ২১-১২-২০২৪ ইং;