গোপনাঙ্গে ঘা ভাসুর হলেন ওঝা;
চিকিৎসা করা হবে না সোজা।
ঘায়ের ব্যথায় জীবন যায়;
দেখাই না ওঝা লোক লজ্জায়।
পড়লে প্যাঁকে বাঘে খায় ঘাস;
সীতা সহ রাম গেল বনবাস।

সত্য কথায় রস নেই বাজে ঠনঠন;
সত্যবাদীর সাথে থাকেনা জনগণ।
মিথ্যাটা সুন্দরী অষ্টাদশী তুল্য;
মিথ্যার সরস কথায় সবাই উৎফুল্ল।
মিথ্যাবাদীর দারুন সম্মান?
সবাই এখন করে মিথ্যার জয়গান।

গায় গান নাচে তা থৈ থৈ গোপাল ভাঁড়
উচিৎ কথায় দোস্ত বেজার।
সরস কথায় মিলে কাঁঠালের রস;
উচিৎ কথায় রেগে আগুন বস।
উচিৎ কথা বলতে মানা;
অনাহারে যাবে দিন মিলবে না খানা।
তারিখ: ০৮-১২-২০২৪ ইং;