বৈশাখ মাসে কালবৈশাখী ধরে রুদ্ররূপ;
টর্নেডো চিনিয়ে দেয় তার স্বরূপ।
মুহূর্তে একটা এলাকা ভেঙে করে চুরমার;
গতি থাকে তার দুরন্ত দুর্বার।
সম্পদ করে ধ্বংস প্রাণ করে সংহার;
কিন্তু অধিককাল থাকে না ক্ষমতা তার।

টর্নেডো ক্ষণস্থায়ী যতই হোক ক্ষমতাবান;
জাতীয় শক্তিকে করতে পারে না ম্লান।
ধ্বংস স্তুপে ফিরে আনে প্রাণের স্পন্দন;
সুজলা সুফলা সাজে দৃষ্টি নন্দন।
দুঃসহ স্মৃতি হয়তো কখনো প্রাণে বাজে;
তবু পৃথিবীটা আবারও আপন রূপে সাজে।

ঝড় দেখে ভাই বীর জনতা করে না ভয়;
তেষ্ট খনকাল ছেড়ো না হাল হবে জয়।
শোনো দূরে বজিছে প্রভাত ভৈরবী;
উঁকি দিচ্ছে নতুন দিনের সূর্য প্রস্তুত তরী।
আবার উড়বে গগনে বিজয় নিশান;
ধ্বনিত রাখালী বাঁশির সুর পাখির কূজন।  
তারিখ: ২৬-০৩-২০২৫ ইং;