মনের সুকুমার ইচ্ছেগুলো পায় না বাস্তবতা;
ক্রমে দুনিয়া থেকে হারিয়ে যাচ্ছে মানবতা।
স্বার্থের কারাগারে মানুষ আজ বন্দি;
অর্থের লোভে অন্যায়ের সাথে করছে সন্ধি।
অর্থই এখন যোগ্যতা দক্ষতার নিয়ামক;
সততা মানবতার বুলি আওরায় আহাম্মক।

শঠতা এখন মানুষের স্বার্থ সিদ্ধির হাতিয়ার;
শঠতায় পাকাপোক্ত না হলে নেই নিস্তার।
নিজে বাঁচলে বাপের নাম;
যাক না মরে ও ব্যাটা রাম।
সব দেখে বন্ধ হবার জোগাড় নিশ্বাস;
নষ্ট বিশ্বাস দুঃসহ পৃথিবীতে আমাদের বাস।
তারিখ: ০৮-০৩-২০২৫ ইং;