অচল স্থবির নহে কিছু বিধাতার সৃষ্টি মাঝে;
বিন্দু থেকে সিন্ধু সাজিছে নতুন সাজে।
ছায়াপথ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র;
ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর আগে ছিল একত্র।
বিশাল বিস্ফোরণ বিশ্বব্রহ্মাণ্ডের গঠন;
তারপর থেকে চলে আসছে শুধুই আবর্তন।
এখানে দুদন্ড থামিবার নেই কোন অবসর;
শুধু আছে ভাঙ্গা গড়ার খবর।
মাত্র এক‘শ কোটি বছর আগে দিয়া;
জোড়া লাগানো ছিল ভারত অস্ট্রেলিয়া।
হয়তো পাঁচ’শ কোটি বছর পরে;
অভিমান ভুলে তারা আসবে ফিরে এক ঘরে।
সাত দিন বার মাস ঘুরে আসে বারে বারে;
বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু ঘুড়ছে একাধারে।
ছয় ঋতু ফিরে ফিরে আসে;
আন্ধার রাতের পর সূর্যালোকে দিন হাসে।
নিয়তি নেয় না মেনে একছত্র অধিকার;
তাইতো কালের চাকা ঘুরে আসে বার বার।
তারিখ:২৪-১২-২০২৪ ইং;