বিশ্ব জগৎটা বাঁধা অদৃশ্য এক সুতায়;
অন্যের কল্যাণ সাধনে ব্যস্ত সবায়।
নিজে পুড়ে সূর্য ছড়ায় আলো তাপ;
দূরে চলে যায় জীবনের অভিশাপ।
নইলে বিলুপ্ত হতো জীবজগৎ;
পৃথিবীতে নেমে আসত মৃত্যুর আপদ।

পিতা মাতা ঘোরে সন্তানের সুখ তরে;
তবেই সন্তান মানুষ হয় পৃথিবী পরে।
শিক্ষক বিলায় জ্ঞানের আলো;
দূর হয় যায় মানুষের মনের কালো।
মৃত্তিকা সদয় দেয় শস্য জল;
বৃক্ষরাজি খুশি মনে বিলিয়ে চলে ফল।

মেঘমালা অকাতরে করে জল দান;
বাতাসের ছোঁয়া শীতল করে প্রাণ।
মাতৃসম গাভী দুগ্ধ করে দান;
বিনিময়ে চায়না কোনই প্রতিদান।
প্রকৃতির সবকিছু তো মানুষের জন্য;
এমনিভাবে প্রকৃতির দানে মানুষ ধন্য।

প্রকৃতির কাছ থেকে নিতে হবে শিক্ষা;
সেটাই হবে মানুষের প্রকৃত দীক্ষা।
শুধু পাবার জন্য জন্ম নয় মানব কুলে;
পৃথিবীটাকে ভরাতে হবে ফলে-ফুলে।
নিজেকে নয় ভাবতে হবে সবার কথা;
সেটাই মানব জন্মের প্রকৃত সার্থকতা।
তারিখ:১৯-০৯-২০২৪ ইং