. আষাঢ়ের আকাশের মতই জীবনটা;
এই রোদ পরক্ষণেই বৃষ্টির ফোঁটা।
মেঘে মেঘে সারাটা আকাশ ঢাকা;
দমকা বাতাস মুহূর্তে করে দেয় ফাঁকা।
আলোক উজ্জ্বল সূর্য করে ঝলমল;
খুশিতে প্রকৃতি মাতিয়া উঠে হয় উজ্জ্বল।
একটি ছোট্ট শিশুর মুখের হাসি;
আনন্দ ঝরায় রাশি রাশি।
পিছলে পড়ে মাথায় যদি পায় ব্যথা;
দুঃখে ভারাক্রান্ত মন বন্ধ কথা।
একটি বিকলাঙ্গ শিশু ভিক্ষা মাগে;
মেঘে ঢাকে অন্তর হৃদয়ে ব্যথা জাগে।
প্রিয়তমার মিষ্টি মধুর ভালোবাসা;
হৃদয়ের জাগায় সৃষ্টির আশা।
আনন্দে ভরে যায় মন;
গোলাপের মিষ্টি গন্ধে উল্লসিত জীবন।
যদি শোনায় ব্রেকআপের বাণী;
বন্ধ হয়ে যায় জীবনের খানা পানি।
প্রিয়জনের সাফল্যে উল্লসিত মন;
আনন্দে করে মিষ্টি বিতরণ।
ক্ষণকাল পর যদি আসে দুঃসংবাদ;
মাথায় হয় বজ্রাঘাত।
নিয়তির নিষ্ঠুর বিধান এটাই জীবন;
শক্তি আছে কার করবে তা খন্ডন।
জীবন থাকলে আসবেই ঝড়;
ঝড়কে নহে ডর।
ঝড়কে করতে হবে মোকাবেলা;
ঝড় থাকবে না সারাবেলা।
সংকটের মোকাবেলায় তৈরি মন;
জেনে রাখ এটাই সত্যি কারের জীবন।
তারিখ: ১৯-০৭-২০২৩ ইং;