চারদিক অন্ধকার চলছে ঘোর তুফান;
ভেবেছ থেমে যাবে জীবনের গান।
মুছে যাবে দুনিয়া থেকে বিজয়ির নাম;
দিকে দিকে ছড়াবে দুর্গন্ধ বদনাম।
সবকিছুর দখল নেবে দুর্বৃত্ত দুরাচার;
সাজানো সোনার সংসার হবে ছারখার।

থেমে যাবে পাখিদের গান ফুলের সুবাস;
কিশোর কিশোরীরা করবেনা উচ্ছ্বাস।
সক্রিয় হয়ে উঠবে দাঁতাল শুয়োর;
স্বাধীনতা হরণকারী তরে উন্মুক্ত দুয়ার।
চিরতরে ঢেকে যাবে সোনালী সূর্য;
রবে না কেহ জগৎ মাঝে বাজাতে তূর্য।

এ কথা ভেবে হতাশায় হবেনা মুহ্যমান;
মেঘের আড়ালে ভানুমানের অবস্থান।
কালো মেঘ সরে যাবে মুহূর্ত পরে;
উজ্জ্বল আলোয় ঘর উঠবে ভরে।
দমকা হাওয়া হোক যতই শক্তিধর;
চিরস্থায়ী হতে পারে না তা পৃথিবী পর।
তারিখ: ০৫-১০-২০২৪ ইং;