জেগেছে যমুনায় চর কাঁপছে অন্তর;
বাঁধতে হবে নতুন ঘর।
শুরু হল আবার চর দখলের লড়াই;
রক্তের বদলে জমি চাই।
চারদিকে রব লাঠি যার জমি তার;
যমুনার জল হবে লাল মানবো না হার।

সিকদার তালুকদার নাড়ছে কলকাঠি;    
হাতে বল্লম অথবা পাকা বাঁশের লাঠি।  
শরীরে তেল লাঠিতে তেল;
অন্ধকারে কে ভাঙ্গে কার মাথায় বেল।
এটা সত্যিই এক আজব খেলা;
দিন যায় রাত যায় চলে সারা বেলা।

লাঠির আঘাত বল্লমের ঘা রক্তাক্ত দেহ;
লুটোপুটি বালুচরে খবর নেয় না কেহ।
স্ত্রী পত্র কন্যার শোকের মাতাম;
কর্ম সাঙ্গ এখন নেয় না তার নাম।
জোটে হাজার টাকা এক বেলা খাবার;
সবকিছুর দখলদার সিকদার তালুকদার।
তারিখ: ০৪-১২-২০২৪ ইং;