বয়সটা আমার সর্বসাকুল্যে মাত্র আশি;
ভাবছো, ভালোবাসা হয়ে গেছে বাসি?
সবেমাত্র প্রেম পেল পূর্ণতা;
সুন্দরী ললনা বোঝেনা সে কথা।
ঘোরে তারা চ্যাংড়া পোলার পিছু পিছু;
চঞ্চল পোলা দুর্বল মন বোঝেনা আগু-পিছু।
আমাদের আছে দক্ষতা পরিপূর্ণ অভিজ্ঞতা;
শতভাগ নির্ভেজাল প্রেম সাথে ফ্রি সততা।
অভিজ্ঞতা ছাড়া কর্পোরেটে জব নাই;
এ কথা কেমনে তোমায় বুঝাই।
নাদান ছোকরা চুলগুলো কোঁকরা;
তাদের সাথে করলে প্রেম হবে ঘাটের মরা।
নেই টাকা পয়সা বাপের টাকায় বাবুগিরি;
সারাদিন ফুকায় সস্তা দামের বিড়ি।
খায় রাস্তার চটপটি আর সিঙ্গারা;
ঘুরলে এদের পিছে নির্ঘাত যাবে মারা।
পাঁচ তারা হোটেলে খাই আছে গাড়ি-বাড়ি;
চ্যাংড়া ছেড়ে আমার হাতটি ধর তাড়াতাড়ি।
ভাবছো মোদের প্রেম নদী শুকনো বালুচর;
পিঁপড়েরা সেথায় বেঁধেছে বুঝি ঘর।
গুজবে দিওনা কান।
কানায় কানায় পূর্ণ ডাকছে বান।
জোয়ার-ভাটায় নিত্য ভাষায় দুকুল;
তোমার জন্য ধরে আছি লাল গোলাপ ফুল।
তারিখ: ২৮-০৮-২০২৪ ইং;