আকাশে একফালি বাঁকা চাঁদ;
মন মাঝে জেগেছে ঈদের স্বাদ।
প্রাণে ডেকেছ আজ খুশির বান;
খোকা খুকু গাইছে ঈদের গান।
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা।
সবার মনে আনে খুশির পূর্ণতা।

দিবসে খানা খেতে নেই মানা;
রান্না হচ্ছে নানান সাধের খানা।
কোরমা পোলাও মিঠাই মিষ্টান্ন;
অবারিত দ্বার আজ সবার জন্য।
রংবেরঙের জামা পরে মশগুল;
কর্নে দুলছে নানান রঙের দুল।

সবাইকে করব খুশির অংশীদার;
তবেই দেশে হবে ঈদ সত্যিকার।
মুছে দেবো এতিমের চোখের পানি;
ভালোবেসে বক্ষ মাঝে নেব টানি।  
সবার সাথে ঈদের খুশির শেয়ার;
পৃথিবীতে আসবে ঈদ সত্যিকার।
তারিখ: ২৭-০৩-২০২৫ ইং;
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!!