দূষণ প্রাণের বান্ধবী দূষণ দেহের ভূষণ;
দূষণের মত নহে কেহ আপন।
অবলীলায় প্রেমিকা ছেড়ে যেতে পারে;
দূষণ প্রাণের দোস্ত কখনো নাহি ছাড়ে।
পানি কিনতেও লাগে পয়সা;
বিনি পয়সায় পাই দূষণ তাই ভরসা।
লন্ডন বাজারে সীসার টন দু’হাজার ডলার;
পরিবেশ দপ্তর মাগনা বিতরণে নিয়েছে ভার।
আমাদের থাকতে পারে অর্থের বড় অভাব;
নষ্ট হতে পারে মোদের স্বভাব।
দূষণের নেই এ দেশে কোন ক্রাইসিস;
দূষণে পাবে তুমি বিশে বিশ।
বাতাসে দূষণ শব্দেও বিনি পয়সায় দূষণ;
শুনলে শব্দ করে মাথা ভনভন।
দূষণের আশীর্বাদে ডাক্তারের পোয়াবারো;
দূষণ প্রাণের বন্ধু দূষণের বিস্তার চাই আরো।
একটা প্রেমে জীবন নষ্ট এ সময়ে নহে আদর্শ;
মান-অভিমানে থাকে তারা বিমর্ষ।
একসাথে পাঁচ প্রেমের হয়না তুলনা;
একজনে ছ্যাকা দিলে আরো থাকে চারজনা।
একজনের পাশে বসে অন্যজনে চ্যাটিং;
রুটিন মাপিক চলে সবার সাথে ডেটিং।
আহা কি মজা মনে প্রানে আনন্দ ভীষণ;
স্বাগতম তোমায় হে বন্ধু দীর্ঘজীবী হও দূষণ।
তারিখ: ০৪-০৫-২০২৪ ইং;