কবি সুন্দরের পুজারি সত্যের সাধক;
বিদ্রোহী কবি মন খোঁজে না সুযোগ।
তাই যুগে যুগে কবি হতদরিদ্র;
অনাহারে থেকে খোঁজে সমাজ ছিদ্র।
রাজার কৃপা ভিক্ষা করে না কবি;
কবি চরিত্রে ফুটে ওঠে দেবতার ছবি।
কবি যদি হয় তৈল মর্দনের কারিগর;
সে তো কবি নয় সে বর্বর।
অট্টালিকা সম হতে পারে তার ঘর।
ন্যায় দন্ড নেই হাতে সে শত্রুর চর।
এমন কবিকে জানাই ধিক্কার;
থুতু ছিটিয়ে দেই তার মুকে শতবার।
দরিদ্র হলেও কবি মাথা করে না নত;
উঁচু মাথায় সহ্য করে অত্যাচার শত।
রাজদণ্ডে কবি হয়না অস্থির;
বলে ‘বল বীর চির উন্নত মম শির”।
দারিদ্র্যের জ্বালায় স্ত্রী ছেড়ে যায়;
কবি মস্তিষ্ক শানিত হয় বিয়োগ ব্যথায়।
অমর হয়েছেন কবি সয়ে দুঃখ শত;
তাইতো মানুষ কবির প্রতি শ্রদ্ধাবনত।
তারিখ: ১৩-১২-২০২৪ ইং;