প্রযুক্তির উন্নয়নে বিশ্ব এখন যৌথ পরিবার;
প্রতিদিন প্রতিমুহূর্তে খবর মিলে সবার।
অ্যাডা লিমন আজ লিখলেন কোন কবিতা;
সে খবর রাখেন বাংলাদেশের ববিতা।
পাশের ঘরের খবর রাখা দায়;
মুহূর্তে মানুষ পৌঁছাতে পারে জগৎ সভায়।
পরিবারের মাঝে যেমন চলে কূটকচালি;
স্বার্থের টানে জীবনটা ফালি ফালি।
ব্যস্ত সবাই ভাঙতে কাঁঠাল অন্যের মাথায়;
দিবারাত্রি আটে ফন্দী সেই চেষ্টায়।
সবাই চায় অন্যের ওপর কর্তৃত্ব ফলায়;
যৌথ পরিবারটা হচ্ছে ধ্বংস এই জ্বালায়।
দুনিয়ায় এক গান পৃথিবীতে সবাই সমান;
মানবতার নামে মানবতার অপমান।
ফাঁটা ক্যাসেটে বেজে চলে সাম্যের গান;
স্বার্থের যূপকাষ্ঠে মানবতার বলিদান।
সবাই বলে নিশ্চয়ই মেনে নেব বিচার;
মনে যেন থাকে তালগাছটা কিন্তু আমার।
তারিখ: ২৩-১১-২০২৪ ইং;