স্বাধীনতার অর্ধ শতাব্দী হয়ে গেছে পার;
দেশটা এখনো কেন অন্ধকার?
রক্ত দিয়েছিলাম দেশের তরে;
কেন তার সুফল পৌঁছেনি সবার ঘরে?
স্বাধীনতা নহে কারো দয়ার দান;
রক্ত দিয়ে সমুন্নত এ স্বাধীনতার মান।
মোদের রক্তের ঋণ এখনো করনি শোধ;
হারিয়ে ফেলেছো মনে হয় সে বোধ।
উএবার এসেছে সময় জবাব নেবার;
এটা দয়া ভিক্ষা নয় শহীদদের অধিকার।
স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত জাতি;
তোমরা স্বার্থ নিয়ে খেলছো চড়ুই ভাতি।
কেন পেলো না জাতি সত্যিকার গণতন্ত্র?
কেন বারবার হানা দেয় স্বৈরাতন্ত্র?
জাতির কপালে কেন দারিদ্র্যের তিলক?
কেন দরিদ্র মানুষের এত দূর্ভোগ?
কেন দুর্নীতিতে ভাসছে দেশ;
কেন দেশে নেই ন্যায় বিচারের লেশ।