প্রথম অংশঃ
স্বাধীনতার অর্ধ শতাব্দী হয়ে গেছে পার;
দেশটা এখনো কেন অন্ধকার?
রক্ত দিয়েছিলাম দেশের তরে;
কেন তার সুফল পৌঁছেনি সবার ঘরে?
স্বাধীনতা নহে কারো দয়ার দান;
রক্ত দিয়ে সমুন্নত এ স্বাধীনতার মান।
মোদের রক্তের ঋণ এখনো করনি শোধ;
হারিয়ে ফেলেছো মনে হয় সে বোধ।
উএবার এসেছে সময় জবাব নেবার;
এটা দয়া ভিক্ষা নয় শহীদদের অধিকার।
স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত জাতি;
তোমরা স্বার্থ নিয়ে খেলছো চড়ুই ভাতি।
কেন পেলো না জাতি সত্যিকার গণতন্ত্র?
কেন বারবার হানা দেয় স্বৈরাতন্ত্র?
জাতির কপালে কেন দারিদ্র্যের তিলক?
কেন দরিদ্র মানুষের এত দূর্ভোগ?
কেন দুর্নীতিতে ভাসছে দেশ;
কেন দেশে নেই ন্যায় বিচারের লেশ।
দ্বিতীয় অংশঃ
নারীরা কেন মুক্ত ভাবে পারে না চলতে?
মানুষ কেন পারে না সত্য বলতে?
সাংবাদিক কেন পারে না সত্য লিখতে?
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যস্ত সত্য রুখতে।
দেশটার কোথাও নেই কেন সুনাম?
কৃষক কেন পায়না ফসলের ন্যায্য দাম?
এখনো মানুষ ভিক্ষা করে জীবন বাঁচায়;
ক্ষুধা মেটাতে নারী ইজ্জত বিকায়।
অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার;
উন্মুক্ত হয়নি কেন দ্বার?
এখনো পথ শিশুরা পথে পথে ঘোরে;
বিনা চিকিৎসায় দরিদ্র মানুষ কেন মরে?
বিজয়ের সুফল কেন অরণ্যে হারায়;
দেখে শহীদের আত্মার কান্না পায়।
এখনো কেন ঝরছে এত তাজা রক্ত;
কার দোষে জাতি এখনো এত বিভক্ত।
আমাদের রক্তে কেনা এ স্বাধীনতা?
দেখতে চাই প্রত্যাশা পূরণের বারতা।
শেষ অংশঃ
কারা ছড়িয়ে চলছে ধর্মে ধর্মে বিভেদ;
পাকিস্তানি কায়দায় জাতিভেদ।
পাকিস্তানের প্রেতাত্মা এখনো কি ঘুরছে?
সুযোগ বুঝে তীর ছুড়ছে?
ধর্মে ধর্মে নষ্ট করছে সৌহার্দ্য;
রুখতে হবে পাকিস্তানি প্রেতাত্মার দৌরাত্ম্য।
মৃত্যু প্রাণীর মাংস নিয়ে শকুনের টানাটানি;
ক্ষমতা তরে তেমনি দলে দলে হানাহানি।
ছলে বলে কৌশলে ক্ষমতা দরকার;
তাহলেই তো পেয়ে যাবে টাকার পাহাড়।
মুখে মুখে ভুয়া আদর্শের বুলি;
আসলে উপায় খুঁজে কেমনে ভরাবে ঝুলি।
দিনে দিনে অনেকটা সময় হয়েছে পার;
এবার এসেছে সময় জবাব দেবার।
স্বাধীনতা উত্তর সকল সরকার;
জনতার কাছে জবাব দিবে এবার।
আমাদের আত্মাহুতি হয়নি বৃথায়;
শহীদদের আত্মা ব্যর্থতার জবাব চায়।
তারিখ: ২৯-১১-২০২৪ ইং;
যারা প্রথম দুটি অংশ পড়েননি। তাদের ধারাবাহিকতার জন্য প্রথম দু'টি অংশ এখানে তুলে দিলাম।