ঘরে দরকার একটা ম্যাজিক বোল;
সুন্দর স্টিলের বাটি দেখতে গোল।
বাটিকে বল টাকা দাও টাকা দাও।
হাজার টাকার নোট দেবে যত চাও।

যদি বলো তারে আমার চাই ডলার;
পূর্ণ করবে ঘর জায়গা নাই রাখার।
যদি বলো আমার চাই খাঁটি সোনা;
পূর্ণ করে দেবে ঘর যাবে না গোনা।

সোনায় ভরে যাবে ভাঙ্গা সুইটকেস;
আরাম-আয়েশের থাকবে না শেষ।
বার লাখ টাকায় কেনা যায় ছাগল;
শর্ত একটা করা যাবে না গন্ডগোল।  

টাকার বিছানায় থাকা যায় আরামে;
টাকার বস্তা গড়াগড়ি যায় ডানেবামে।
গাড়িতে বাড়িতে বস্তা ভর্তি শুধু টাকা;
অসহায় দরিদ্র জনতার পকেট ফাঁকা।

পানি বালক ঘোরে হেলিকপ্টারে চড়ে;
ব্যাংকের ভল্ট ফাঁকা টাকা ঘরে ঘরে।
আলাদিনের চেরাগবাতি এখন বেকার;
রাজনীতির ম্যাজিক বোলটা দরকার।
তারিখ: ১৮-০৮-২০২৪ ইং;