মানুষ বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি,
মানুষে উন্মুখ বিধাতার দৃষ্টি।
দু’হাত ভরে করেছেন দান;
বিনিময়ে সামান্য প্রতিদান।
বিবেক বুদ্ধি দক্ষতা,
অপরের সাথে সখ্যতা,
নব নব আবিষ্কার,
সবই স্বাক্ষর মানুষের প্রতিভার।
কারো প্রতিভার হয় দ্রুত বিকাশ;
অন্যজনের কভু হয়না প্রকাশ।
আব্দুল কালাম আজাদ বিজ্ঞানী;
এই কাহিনী সবাই জানি।
জন্ম তার দরিদ্র মাঝির ঘরে;
সেখানে থাকেননি পরে।
অধ্যাবসায় আর সাধনায় অনন্য;
ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি ধন্য।
এমনি শত উদাহরণ জগৎ জুড়ে;
চক্ষু মেলে দেখতে হবে ঘুরে।
বিধাতার অমর দান;
মানুষকে করেছেন মহান।
দরকার শুধু চেষ্টা আর আরাধনা;
ব্যর্থ হবে না তোমার সাধনা।
ঈশ্বরের জ্যোতিতে হবে বলীয়ান;
তুমিই বাড়াতে পারো জাতির মান।
তারিখ: ৩০-০৭-২০২৪ ইং;