বহুদূরে মাটির সাথে মিশেছে আকাশ;
সেখানে রয়েছে ফুলপরীর বাস।
চলছে ফুলপরীর বিয়ের আয়োজন;
লক্ষ্য প্রাণের সেথায় আমন্ত্রণ।
তারারা নিয়েছে আলোকসজ্জার ভার;
আলোয় ঝলমল রবে না আঁধার।
সুর লহরী তুলবে পাখিদের কলতান;
চারধার মুখরিত শুধু গান আর গান।
সেই আসরে হয়েছে আমারও নিমন্ত্রণ;
অতিথির জন্য চমৎকার আয়োজন।
আলো ঝলমল করছে বধুর বেশ;
ভোজন পর্ব শেষ বধু যায় স্বামীর দেশ;
অতিথির মাঝে আমি বড়ই বেমানান;
না আছে দামি পোশাক না জানি গান।
লজ্জা নম্র বধূর বেশে;
এক বুক জ্বালা নিয়ে ফিরলাম অবশেষে।
তারিখ: ১২-১১-২০২৪ ইং;