পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ এ জগৎ সংসার;
খুঁজে কী পাবে সেথায় শান্তির বাজার?
ইবলিশের কারসাজি;
গন্ধম খেতে হাওয়া রাজী।
শাস্তি স্বরূপ আদম হাওয়ার নির্বাসন;
দুনিয়া হল তাদের জন্য শাস্তির আবাসন।

শাস্তির আবাসস্থল কেমনে হবে স্বর্গপুরী?
কেমনে উড়বে সেথায় শান্তির ঘুড়ি?
শান্তি গেল নির্বাসনে;
অশান্তির আগুন মনে।
আদমপুত্র কাবিল হলো হত্যাকারী;
অন্য আদমপুত্র হাবিলের গলায় তরবারি।

সেই আদিকাল থেকে ভাইয়ে ভাইয়ে লড়াই;
তবু মানুষ বড় গলায় করে সভ্যতার বড়াই।
ক্ষুদ্র স্বার্থে চলছে সংঘাত;
মানুষের শান্তি বরবাদ।
স্বার্থের যূপকাষ্ঠে শান্তির সদা বলিদান;
নশ্বর পৃথিবীতে নেই স্থায়ী শান্তির বিধান।

তার ওপর আবার আছে রিপুর তাড়না;
ষড়রিপু নিয়ন্ত্রণ করতে পারে ক’জনা।
ইবলিশের অবাধ বিচরণ;
হৃদয়ে সর্বদা রক্তক্ষরণ।  
মানুষের হৃদয়টা আদি পাপের আস্তানা;
কেমনে আসবে সেখানে শান্তির সম্ভাবনা।
তারিখ: ০৮-০৭-২০২৪ ইং;