বর এলো পাগড়ী মাথায়;
ছেলে বুড়ো দেখতে যায়।
বরের গলায় ফুলের মালা;
মিষ্টি ভরা সোনার থালা।
বরের দাদার দাঁতে পোকা;
তাই দেখে হাসছে খোকা।  
থালায় ভরা মিষ্টি সন্দেশ;
পোকা দাঁতে করলো শেষ।
তারিখ: ১৬-০৭-২০২৪ ইং;