এল কলিকাল ছাগলে চাটে বাঘের গাল;
তাণ্ডব নৃত্য দেয় ভেড়ার পাল।
ভেড়ার ভয়ে সিংহ বেতাল;
সকাল-সাঁঝে বাঁদরে দেয় সারিন্দায় তাল।
পরের ভালো করা বড়ই অন্যায়;
উত্তম কাজ পরেরটা আনো নিজ কব্জায়।
পরের ভালো করলে লোকে পাগল কয়;
উত্তম সেই পরস্ত্রীকে করতে পারে যে জয়।

থাকলে গাড়ি-বাড়ি আর টাকা কারি কারি;
সৎ লোকের বউ তার কাছে দেয় পাড়ি।
টাকা কেমনে এলো ভাবে না তো কেউ;
থাকলে টাকা পেছনে ঘুরে ফেউ।
সৎ কথা বাতুলতা পাগলামির নামান্তর;
আগুনে পুড়ে যায় সততার ঘর।
টাকা ভগবান কেউ নয় টাকার সমান;
টাকাই কলির মহামানব তারই সকল সম্মান।
তারিখ: ০৫-০৯-২০২৪ ইং;