মনের চাওয়া-পাওয়ার নেই শেষ;
পরিযায়ী পাখির মত ঘুরবে দূর দেশ।
যত পায় তত চায় এ মন;
প্রতিনিয়ত দেখতে থাকে নতুন স্বপন।
তারার সাথে মিতালী করতে চায়;
আড্ডা দিতে চায় তারাদের সাভায়।
সাগরের অতল তলে মুক্তা খুঁজতে চায়;
দুলতে চায় এ মন ঢেউয়ের দোলায়;
মিতালি হবে শ্বেত ভল্লুক আর পেঙ্গুইন;
রাধার পাশে বসে বাজাবে বীণ।
বাঘে ছাগলে একঘাটে খাবে পানি;
সাপে নেউলে করবে না আর হানাহানি।
বাংলাদেশটা হবে আমেরিকার মত সমৃদ্ধ;
সবকিছুই আমাদেরও হবে উদ্বৃত্ত।
কারচুপি করবে না কেউ ভোটে;
অন্যায়ের কাছে মাথা নত হবে না মোটে।
সম্পদে নহে কেউ আমাদের তুল্য;
দেশের মানুষের মনে সদা থাকবে প্রফুল্ল।
ক্ষমতার শীর্ষে থাকবে মোদের বাংলাদেশ;
সবাই বলবে তখন বেশ বেশ।
নিজেদের মধ্যে থাকবে না হানাহানি;
বিশ্বাস আর আস্থায় হবে জানাজানি।
দুরন্ত মন মানে না মানা;
নিদ্রায় জাগরণে স্বপ্নের মাঝে দেয় হানা।
তারিখ: ০৮-১১-২০২৪ ইং;