চারদিকে বাজছে রণ দামামা;
সোনার দেশ পুড়ে তামা।
ঘন তমশায় ঢাকা চারধার;
উপায় নেই শত্রু মিত্র চিনবার।
প্রেম আর যুদ্ধে নেই অন্যায়;
যা দরকার হয় তাই করা যায়।

দুনিয়া জুড়ে চলে যুদ্ধ যুদ্ধ খেলা;
জীবনের প্রতি চরম অবহেলা।
মানব জীবন মহামূল্যবান।
যুদ্ধে কত জীবন হয় অবসান;
মৃত্যু নিয়ে চলে উল্লাস;
মানব সভ্যতার নিষ্ঠুর পরিহাস।

ছলে বলে কলে যুদ্ধে জেতা চাই;
ফাঁটা ক্যাসেট নিত্য বাজাই।
তুমি যা করেছ সবই অন্যায়;
দেশটাকে ভরিয়ে দেবো সোনায়।
শত্রুর শত্রু আমার বন্ধু;
বুকে জড়িয়ে ধরি এসো হে নন্দু।
তারিখ: ১১-০৯-২০২৪ ইং;