হাঁসের পাখা চকচকে যেন তেল মাখা;
সারাটা শরীর সুন্দরভাবে ঢাকা।
কাদা প্যাঁকে কাটায় সারাদিন;
শরীরে পাবেনা খুঁজে তার কোন চিন।
সাঁঝের বেলায় ফিরে আসে ডাঙ্গায়;
সুন্দর সুশ্রী তৈলাক্ত দেহখানা রাঙ্গায়।

তরুণ-তরুণী মাঝে পাই হাঁসের ছবি;
যাই করুক তারা পবিত্র সবি।
দিনে দু’বার প্রেম তিনবার ব্রেকআপ;
পরিবর্তন নেই একই হাবভাব।
সারাদিন ঘাটাঘাটি শেষে;
রাতে গোসল করে থাকে ফ্রেশ বেশে।

রাজনীতিবিদ তো হাঁসের চেয়ে সরস;
তাদের চরিত্রে লাগেনা কোন পরশ।
যখন ক্ষমতায় তখন রাজা;
ক্ষমতা না থাকলে খায় বাদাম ভাজা।
বিশাল সম্মান কিছুতেই যায় না মান;
চলে কূটচাল যতক্ষণ দেহে আছে প্রাণ।  
তারিখ: ১২-১১-২০২৪ ইং;