হায়রে চেয়ার অসীম ক্ষমতা তার;
বসলে থাকে না মনে অতিত আর।
কোথা থেকে কোথায় আগমন;
বসার আগে কি দিয়েছিল ভাষণ।
কিছুই মনে নেই;
প্রাণটা করতে থাকে শুধু খাই খাই।

ভরে না পেট খেয়ে সঞ্জীবনী সুধা;
অফুরন্ত এই পেটের ক্ষুধা।
খাল বিল নদী নালা ব্যাংক বীমা;
সুখ শান্তি বাতাস নেই কোন সীমা।
সবকিছু খেয়ে করে দিল শেষ;
পেট বলে আরো দাও আছি বেশ।  

হায়রে চেয়ার বহুৎ বহুৎ আরাম;
নির্দ্বিধায় গলাধঃকরণ হারাম।
কেমন করে ছেড়ে দেয় এ আরাম;
এ যে বহুৎ কঠিন ব্যারাম।
তোষামোদকারী ঘোরে চারধার;
সুযোগ পেলেই দেয় দামী উপহার।

চেয়ারে বসে মাথা ঠিক রাখা দায়;
টাকা কড়ি আর ক্ষমতায়।
লোভের আগুনে পুড়ে সব শেষ;
পুড়ছে জনতা পুড়ছে দেশ।
দারুন চেয়ার অসীম মায়া;
পুড়ে ছাই পড়লে শেয়ারের ছায়া।
তারিখ: ২৪-১০-২০২৪ ইং;