আমার দাদু সোনা আর কাঁদেনা;
কাঁদলে চোখের জল বাধ মানেনা।
এখনই করোনা চোখের জল শেষ;
সারাটা জীবন থাকতে হবে বেশ।
জীবনে আছে কত ঘাত প্রতিঘাত;
পদে পদে অজস্র বিপদ বিসম্বাদ।
সাফল্য তরে সবকে দিতে হবে মাৎ;
নইলে কখন নিজে হয়ে যাবে কাৎ।
দুই যুগ পর ঘরে যখন আসবে বধু;
ভাবছো মনে ঘর ভরে সে দিবে মধু?
শোনরে দাদু সোনা বলি সংগোপনে;
সাবধানে বলতে হবে কথা তার সনে।
দুই যুগ পরের বধু করবে খবরদারি;
তোমায় দিয়ে নামাবে ভাতের হাড়ি।
তার কথায় ওঠা বসা নইলে ঝাড়ি ।
যদি কর বাড়াবাড়ি বন্ধ ভাতের হাড়ি।
অথবা ধরবে কান রবে না আর মান;
না শুনলে কথা হবে দারুন অপমান।
সেজন্য কিছু অশ্রু রাখতে হবে জমা;
নইলে কিছুতেই মিলবে না তার ক্ষমা।
তারিখ: ০১-১১-২০২৪ ইং;