ব্লেন্ডারে শুকনা চাল দাও হবে গুঁড়ো;
কোনটাই থাকবে না পুরো।
আস্ত মসলা দিলে হয়ে যায় পেস্ট;
মসলা বাড়িয়ে দেয় খাদ্যের টেস্ট।
চিনি পানি লেবু দাও হবে শরবত;
গরমের দিনে শরবতের বড়ই মহব্বত।  

আমাদের সমাজ সভ্যতা আর সংসার;
মনে হয় যেন একটা মস্ত ব্লেন্ডার।
চিরচারিত মূল্যবোধ গুলো হয় গুড়ো;
প্রশ্ন তুললে বলবে তুমি হয়েছো বুড়ো।
প্রেমের বিয়ে হবে সুখের সংসার;
বিয়ের পর পুরো জীবনটাই ছারখার।  

সংসার ব্লেন্ডারে পরে প্রেম হয় পেস্ট;
সারাদিন কাজকর্ম নেই রেস্ট।
বউয়ের হুকুম ছেলে-মেয়ের আবদার;
জীবনটা হয়ে যায় জলপই আচার।
বসের হুকুম চলে না মতামত;
ন্যায় নীতি পুরো ব্লেণ্ড হয়ে হয় শরবত।
তারিখ: ২১-১১-২০২৪ ইং;