বাংলা ভাষার হৃদয়খানা অনেক বড়;
দুনিয়ার সব শব্দ করতে পারে জড়।
অনেকটা এরশাদ সাহেবের মত;
স্থান পেয়েছে হৃদয়ে নারী কতশত।  
বাংলা ভাষারও তেমনি সিংহ হৃদয়;
সব ভাষার শব্দের এখানে জায়গা হয়।

সংস্কৃতি হিন্দি পার্শি উর্দু ফরাসি শব্দ
ইংলিশ পর্তুগাল সব করেছে রপ্ত।
এটাই বাংলার দক্ষতা;
অন্যকে কোলে টেনে নেয়ার ক্ষমতা।
তাইতো বাংলা একটি অনন্য ভাষা;
আমরা গর্বিত পেয়ে বাংলার ভালোবাসা।
তারিখ: ১৮-১১-২০২৪ ইং;