এখন আর কোন কিছুতেই পাইনা শান্তি;
সারাক্ষণ মনে বিরাজ করে ক্লান্তি।
সব সময় কিসের একটা অস্বস্তি বোধ;
অকারণে মানুষের ওপর দেখাই ক্রোধ।
অবসরে কারণ খুঁজতে থাকি;
খুঁজে পাই না কিছুই স্মৃতিরা দেয় ফাঁকি।
প্রস্তুতি নিয়ে বসি কবিতা লিখব বলে;
কিছুই আসে না মাথায় সময় যায় চলে।
কবিতাদের মনে হয় বড়ই অভিমানী;
ধরা দেয় না কাছে দূর থেকে হাতছানি।
মাথায় এলোমেলো চিন্তা ক্লান্ত শরীর;
বারে বারে খুঁজে ফিরি দেখা নাই শান্তির।
সমাজ স্বদেশ বিশ্ব পরিস্থিতি ধর্মাধর্ম;
কোথাও কি হচ্ছে যথাযথ কর্ম?
মালথাসের জনসংখ্যা তত্ত্ব মনে পড়ে;
জনসংখ্যার আধিক্য প্রকৃতি নিয়ন্ত্রণ করে।
তবে কী সময়টা আসন্ন;
সারা দুনিয়াটা তাই বুঝি হল মেঘাচ্ছন্ন।
দুনিয়াটায় কি ঘটবে নতুন মেরুকরণ?
প্রকৃতি কি ঘটাবে বহু মানুষের মরণ।
শান্ত সাগরে বইবে কি অশান্ত ঝড়;
সবকিছু ধ্বংস আপন হয়ে যাবে পর?
এলোমেলো ভাবনায় মানে বয় ক্লান্তি;
কোথাও বুঝি আত্মহত্যা করেছে শান্তি?
তারিখ: ২৩-১২-২০২৪ ইং;