বনের রাজা সিংহ বয়সে এখন বৃদ্ধ;
ঘাড় মটকাবে সে ক্ষমতা রুদ্ধ।
সুযোগ বুঝে পশু-পাখির নানা বায়না;
সিংহমশাই দিশা পায় না।
মাঝে মধ্যে করে হালুম হুলুম;
শক্তি নেই কেমনে সামাল দিবে জুলুম।

বাচ্চাকাচ্চার আজব এক আবদার;
থাকবে বসে দিতে হবে শিকার।
ছোট সিংহের হুংকার;
তাড়াতাড়ি ক্ষমতা ছাড়ো এবার।
পাশের বনের রাজা শক্তিশালী;
তার কথা না শুনলে দেবে মস্ত গালি।

তিনি চান সবার মতামতে নতুন রাজা;
তবেই পাঠাবেন আলু ভাজা।
গোলযোগে সুবিধাবাদীরা বড়ই ব্যস্ত;
বড় বড় তিমি গিলছে তারা আস্ত।
তাদের আজব কারবার;
ঘোলা জলে চলে রাঘব বোয়াল শিকার।

চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত মহারাজ;
বন্ধ এখন সকল কাজ।
কাজ নাই তাই মিলেমিশে ভাজে খই;
খই খেতে ব্যস্ত মিলছে না দই।
বৃদ্ধ রাজার কাঁধে মস্ত বোঝা;
বোঝার ভারে কোমর হয়না তার সোজা।    
তারিখ: ১৮-১১-২০২৪ ইং;