প্রাসাদ তুল্য মস্ত বড় বাড়ি;
দাঁড়িয়ে দামি দামি গাড়ি।
ড্রয়িং রুমখানা আলিশান;
বেজে চলছে ইংরেজি গান।
হঠাৎ প্লেট ভাঙ্গার শব্দ;
পরিবেশটা হয়ে গেল স্তব্ধ।

ধুপ ধাপ চর থাপ্পরের শব্দ;
মানবতা জব্দ।
শিশুর কান্নার অস্পষ্ট স্বর;
গৃহকর্তির বকুনি উত্তপ্ত ঘর।
বলছে ছোটলোকের বাচ্চা;
কথাটা কি ঠিক নাকি সাচ্ছা?

সদর্পে গৃহকর্তির আগমন;
তপ্ত বাক্য হচ্ছে নিঃসরণ।
ছোটলোকের বাচ্চার কারবার;
সংসারটা করলো ছারখার।
ভেঙেছে দামি চায়ের কাপ;
করবো না আজ আমি তারে মাপ।

একটি মেয়ে ট্রে হাতে ঢুকে ঘরে;
হাত থেকে রক্ত পড়ছে ঝরে।
দশ/এগার বছরের মেয়ে;
অসহায় ভাবে আছে চেয়ে।  
হাতে ব্যান্ডেজ করা দরকার;
লাগবেনা ছোটলোকের বাচ্চার।

আর একটি মেয়ে স্কুল ড্রেস;
নাদুস নুদুস দেখতে বেশ।
বয়স তার এগারোর বেশি নয়;
মনে নেই কোন ভয়;
হাঁটতে গিয়ে হোঁচট খায়;
ভদ্রমহিলা দৌড়ে কাছে যায়।

কোথায়ও লাগেনি তো মামনি;
ব্যথা পেয়েছ কি অনেক খানি?
সত্যি করে যাও আমারে বলি।
হয়নি কিছুই আমি চলি।
তবুও সে হাত-পা দেখে টেনে;
রেগে যাই শিশুটি নেয় না মেনে।

হায়রে নিয়তির নিষ্ঠুর পরিহাস;
কোন জগতে আমাদের বাস।
একই বয়সী দু’টি মানব সন্তান;
দারিদ্রতার জন্য ভিন্নমান।
একজন যায় বিদ্যালয়;
অন্যজন দাসত্বের শিক্ষা লয়।

দু'মুঠো ভাতের জন্য জীবন পাত;
তবুও জোটে না কাঙ্খিত ভাত।
বদলে চলে কিল চর তবু নিশ্চুপ;
তথাকথিত সভ্যতার উলঙ্গ রূপ।
আজও এরা ক্রীতদাস;
স্বাধীনভাবে পারেনা নিতে নিঃশ্বাস।
তারিখ: ১৫-১১-২০২৪ ইং;