অনাচার অবিচারে ভরে গেছে দেশটা;
দূষিত পানি মেটেনা তেষ্টা।
বাতাসে উড়ছে ধূলিকণা কার্বন সিসা;
কোন পথে চলবো পাইনা দিশা।
যানজটে অস্থির বাঁচে না জীবন;
কালো ধোঁয়া সাথে উচ্চস্বরে বাজে হর্ণ।
ময়লা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ;
জীবনের ছন্দ অল্প কদিনই হবে বন্ধ।  

দেশে-বিদেশে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা;
মানব জীবনের প্রতি চরম অবহেলা।
কে শত্রু কে বন্ধু চেনা বড় দায়;
লাগামহীন দ্রব্যমূল্যে মানুষ অসহায়।
প্রতিশোধ আর বিভক্তির রাজনীতি;
সর্বত্র সীমাহীন দুর্নীতি।
সুন্দর পোশাক পরে ঘুরছে ধর্ষক;
সম্ভ্রম হারিয়ে নারীর ভাগ্যে নামে দুর্যোগ।

নিরাপত্তাহীনতায় পথচলা বড়ই দুষ্কর;
কোথাও শান্তি নেই শহর বন্দর।
মরুভূমিতে পথ হারিয়ে ঘুরছে পথিক;
জানে না সে যাবে কোন দিক।
লেখাপড়া শিকায় অটো পাশ কালচার;
কোথায় দেবে ঔষধ সর্বাঙ্গে আলসার।
অপেক্ষা করো মামনি কাটুক দুর্দিন।  
মাতৃগর্ভে না হয় থাকো আরো কিছুদিন।
তারিখ: ২৯-১১-২০২৪ ইং;