হাত পা নাক মুখ চোখ কান সবই আছে;
কেউ হয়তো বিপরীত লিঙ্গ ভালোবাসে।
তবু কখনো কখনো মনে হয়;
ওরা হয়তোবা সত্যিকারের মানুষ নয়।
ওরা অন্যের ওপরে ওঠার সিঁড়ি;
কথাটা ভাবলেই লাগে বড়ই বিচ্ছিরি।

ধনীরা সিঁড়ির ক্ষত কার্পেটে ঢেকে রাখে;
যেমন মৌয়ালি মধু চুরি করে মৌচাকে।  
সুন্দর মোলায়েম স্বরে নেতার ভাষণ;
সিরামিকের তৈরি একদম নতুন বাসন।
সুন্দর কথা জনতা দেশের মালিক;
সত্যি বিশ্ব নেতারা জানে দারুন ম্যাজিক।

ক্ষমতায় যাওয়ার জন্য কত দরদী সাজে;
কোন মিল পাবেনা খুঁজে কথা ও কাজে।
আসল বিষয়ে স্বার্থটা উদ্ধার;
তারপর জনদরদীর পাগার পাড়।
জনতা সত্যিই আহাম্মকের সরদার;
ফেরেনা হুশ তাদের যতই হোক ব্যবহার।
তারিখ: ০৪-১২-২০২৪ ইং;