সুখের লাগিয়া ঘোরে সবাই চারিপাশ;
সকল কাজে দেখায় উচ্ছ্বাস।
সুখ সাগরে যতক্ষণ কাটবে সাঁতার;
ততক্ষণ দাঁড়িয়ে রবে সবাই সাগর পার।
করবে হাস্যরস দেখাবে উচ্ছ্বাস;
উদগ্রীব সবাই পেতে তোমার আশ্বাস।

দুঃখ এসে যবে ঘিরবে তোমার চারিধার;
আলো নেই চারিদিকে শুধুই অন্ধকার।
দুঃসময়ের মাঝে এখন তোমার জীবন;
জন মানবহীন হবে তোমার ভুবন।
দুঃখের সাগরে কাটছো তুমি সাঁতার;
ধারে পাশে কেউ নেই সবাই পাগার পার।  

বড়ই দুঃস্বপ্নে ভরা মানুষের এ জীবন;
সুখের ভাগ নিতে ব্যস্ত সবাই সর্বক্ষণ;
সবাই সুখের অংশীদার;
দুঃখটা শুধুই আমার।
সমাজ সংসার পরিবার একাকার;
কেহই বইতে চাহে না কার দুঃখের ভার।    
তারিখ: ২০-১১-২০২৪ ইং;