তোষামোদকারী অকারণে করে প্রশংসা;  
উপকারের পরিবর্তে বাড়ায় সমস্যা।
গুণীজনের ভাষ্য,
তোষামোদকারীর সঙ্গ পরিত্যাজ্য।
সেই তোমার প্রকৃত বন্ধু জন;
তোমার ভুলগুলো যে করে সংশোধন।

তোমার সদগুণের প্রশংসায় হবে পঞ্চমুখ;
তব আনন্দে উছলে উঠবে তার সুখ।
আপদে বিপদে থাকবে পাশে;
সেই তোমায় সত্যিকারে ভালবাসে।
মন্দ কাজের করবে সমালোচনা;
আর সদা যোগাবে ভালো কাজের প্রেরণা।

জগতে পথ চলতে বন্ধুর বড়ই দরকার;
বন্ধুর পথ বন্ধু বিনে একা পাবে না পার।
পথের সাথীরে নিতে হবে চিনে;
লক্ষ্যে পৌঁছাতে পারবে না বন্ধু বিনে।  
পথের সাথী বাছাইয়ে যদি কর ভুল;
পাবে না কুল দিতে হবে কঠিন মাশুল।
তারিখ: ১৫-১০-২০২৪ ইং;