এ জগৎ মাঝে আমিই সেরা সুন্দরী;
ত্রিভুবনে পাবে না আমার জুড়ি।
চোখ দু’টি মোর টানাটানা;
অন্য সবাইকে দেখতে লাগে কানা।
হাসিতে আমার মুক্তা ঝরে;
কোলা ব্যাঙ খেলা করে পড়শির ঘরে।

ধরণী পরে যা কিছু অনিন্দ সুন্দর;
আমার অধিকার তার উপর।
জ্ঞানে বুদ্ধিতে নহে কেহ সমান;
ক্ষমতার শিষ্য বিন্দুতে করি অবস্থান।  
সবাই নত মস্তকে ঠুকে সেলাম;
আমিই প্রধান সবাই আমার গোলাম।

রূপে গুনে আমি জগৎ মাঝে অনন্য;
আমি ছাড়া সবাই জঘন্য।  
বাতাসের গুনজনে শুনি আমার সুনাম;
বৃষ্টির রিনিঝিনি শব্দ করে মোর নাম।
জগৎ মাঝে আমিই মহা শক্তিধর;
আমার নেই পরাজয় আমি অজেয় অমর।

বোকাদেরই হয় এমনি আত্ম অহমিকা;
নিজে জ্বালায় নিজ মৃত্যুর অগ্নিশিখা।
আত্ম অহংকারে ভুলে বাস্তবতা;
বিধাতা আড়ালে হাসে শুনে বেকুবি কথা।
নিজেই করে সৃষ্টি বিনাশের অস্ত্র;
বিক্ষুব্ধ জনসম্মুখে হয় বিনাশ ও বিবস্ত্র।
তারিখ: ০৮-১০-২০২৪ ইং;