পড়শির চেয়ে বড় বন্ধু কেহ নহে দুনিয়ায়;
বিপদে-আপদে পাশে থাকে সদায়।
নিয়মিত চলে ভাবের আদান প্রদান;
দুনিয়ায় পড়শি বিধাতার দান;
ইসলামী বিধান পড়শীর সাথে সদাচারণ;
বেহস্ত নিষিদ্ধ হবে যে করবে এটা লঙ্ঘন।
প্রতিবাসী অভুক্ত নিজে খায় পেট পুরে;
ইসলাম থেকে সে নিশ্চয়ই অনেক দূরে।
প্রতিবেশী যদিও বা হয় ভিন্ন ধর্মের লোক;
তবুও সে করবে একই অধিকার ভোগ।
সকল ধর্ম সকল দেশে এ বিধান;
তা হবে না লঙ্ঘন তাতে বিধাতার অপমান।
ইসলামের এ বিধান জীবনে কর বাস্তবায়ন;
খুলে যাবে ইসলামের বাতায়ন।
সারা দুনিয়ায় বন্ধ হবে ইসলামের দুর্গতি;
সবাই করতে থাকবে শুধুই সুখ্যাতি।
ইসলামী আদর্শের বাস্তবায়নের ফলে।
আসবে সবে দলে দলে ইসলামের ছায়াতলে;
তারিখ; ২৪-১-২০২৪ ইং;