স্বজনী গো ভাসিয়া দাও সুখের নাও।
আমার দেয়া দুঃখগুলো ফেরৎ দাও;
স্বজনী গো ভাসিয়া দাও সুখের নাও।
আমার দেয়া দুঃখগুলো ফেরৎ দাও;
গাঁথিব তোমার দেয়া ব্যাথার মালা;
হৃদয় পুড়ে পুড়ে যতই হোকনা কালা।
অশ্রু রুধির হয়ে যদি সাগরও হয়;
বলবো না কিছু তব যাবারো সময়।
দুঃখগুলো ধুঁয়ো সম উড়িয়ে দাও।
স্বজনী গো ভাসিয়া দাও সুখের নাও।
আমার দেয়া দুঃখগুলো ফেরৎ দাও;
তোমার সুখেরও পথে বিছাব না কাঁটা;
তোমার জীবনে জোয়ার আমার ভাটা।
আমার চার দিকে শুধু আজি আঁধার।
সুখের জোয়ারে দাও গো তুমি সাঁতার;
দেব না গো বাধা যাও তুমি চলে যাও।
স্বজনী গো ভাসিয়া দাও সুখের নাও।
আমার দেয়া দুঃখগুলো ফেরৎ দাও;
কাঁটা লতায় যদি রক্ত ঝরে যায়;
তবুও কিছু বলবো না তোমায়।
বাড়ির সামনে দিয়ে ঐ দোলা যাবে;
পাথর বাঁধিও যদি গো হৃদয় কাঁপে।
রুখবনা তব পথ যাও সখি চলে যাও।
স্বজনী গো ভাসিয়া দাও সুখের নাও।
আমার দেয়া দুঃখগুলো ফেরৎ দাও;
তারিখ: ২৬-১১-২০২৪ ইং;