এ জগতে পিতা-মাতার মতো হয়না আপন;
সন্তানের তরে সদা উদ্বিগ্ন তাদের মন।
অকাতরে স্নেহ ভালোবাসা করে যায় দান।
বিনিময়ে সামান্যই চায় প্রতিদান।
সন্তান বড় হলেও হয়না দায়িত্বের অবসান;
খুশি মনে কোলে তুলে নেয় সন্তানের সন্তান।
  
যতক্ষণ থাকে শ্বাস যত দূরেই করুক বাস;
সন্তানের তরে মন করে হাসপাস।
দোয়া মাঙ্গে দু’ হাত তুলে আল্লাহর দরবারে;
আল্লাহ যেন তাদের উপর রহম করে।
সন্তানের ওপরে থাকে না হিংসা দ্বেষ;
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব হয়না শেষ।
তারিখ: ১৯-০৮-২০২৪ ইং;