বনের ধারে ঘুরছিল চারটি ছাগল ছানা;
অবোধ ছানা ফেরার পথটি নেই জানা।
তাই দেখে দুষ্ট শেয়াল আনন্দে আটখানা;
গর্তে যদি নিতে পারে হবে দারুন খানা।

কাছে গিয়ে শেয়াল বলে ভয় করনা বাচা;
আমি তোদের বাপের ভাই আপন চাচা।
পথ দেখিয়ে পৌঁছে দিব ভয়ের কিছু নাই;
আমার পিছু পিছু চলে আয় তোরা সবাই।

ছোট্ট ছোট্ট ছানা কূটকৌশল নেই জানা;
পিছু গেলেই পেয়ে যাবে মায়ের ঠিকানা।
শেয়াল খুশিতে আটখানা ঝড়ছে লালা;
একটু পরেই শুরু হবে ভোজনের পালা।

খুশিতে শেয়াল বারবার ফিরে ফিরে চায়;
সামনে কী আছে তার সবটা ভুলে যায়।
হঠাৎ শিকারির ফাঁদে আটকে যায় মাথা;
চেষ্টা করেও সে ডিঙ্গোতে পারে না বাঁধা।

আগপাছ না ভেবে যে বাড়ায় সামনে পা;
কেমনে করবে তারে রক্ষা ভাগ্য বিধাতা।
দুনিয়া জুড়ে আছে পদেপদে ফাঁদ পাতা;
সাবধান না হলে আটকিয়ে যাবে মাথা।
তারিখ: ২৩-০৭-২০২৪ ইং;