নিশ্চয়ই স্বর্ণলতাকে মনে আছে সবার;
উজ্জ্বল সোনালী রং দেখতে চমৎকার।
সহজে পথচারীর নজর কারে;
অন্য গাছের ওপর অবস্থান পথের ধারে।
সুন্দরী নারীর সুললিত বাহুর কথা;
হৃদয় পটে ওঠে ভেসে দেখে স্বর্ণলতা।
স্বর্ণলতার সৌন্দর্য নিয়ে সন্দেহ নেই কারো;
এ লতার ঔষধি গুণও পেতে পারো।
তারপরও এ লতা তো পরগাছা;
অন্য গাছের মাথার ওপর বাঁধে বাসা;
সমুন্নত রাখতে নিজ সত্তা;
আশ্রয়দাতা গাছকেই করে থাকে হত্যা।
পরগাছা দেখতে হয়ে থাকে এমনি সুন্দর;
তাদের বচনভঙ্গি ভরিয়ে দেয় অন্তর।
অন্তর মাঝে লুক্কায়িত থাকে বিষের পাত্র;
বিষ ঢেলে দেয় সুযোগ পাওয়া মাত্র।
বিষে তোমার সর্বাঙ্গ যবে হয়ে যাবে নীল;
পরগাছা খুশিতে হেসে উঠে করে খিলখিল।
তারিখ: ১৭-১১-২০২৪ ইং;