আমরা রাজনীতির গ্যাঁড়াকলে বন্দি;
বাঁচর জন্য তাদের সাথে করি সন্ধি।
তোমার নীতি আমার নীতি এক নীতি;
আমাদের নীতি রাজনীতি রাজনীতি।

গ্রাম থেকে রাজধানী সবাই এটা মানি;
ছাত্র শিক্ষকের রাজনীতি সবই জানি।
লেখাপড়া শিকায় রাজনীতি বিকায়;
ব্যবসা হিসাবে দারুন পকেট ভরা আয়।  

সরকারি কর্মচারী থেকে পুলিশ সেনা;
রাজনীতির কাছে সবার বেচা কেনা।
শত বুদ্ধি আছে যার সেই সওদাগর;
রাজনীতি পাশা খেলায় বড়ই ধুরন্ধর।  

রাজনীতি নয় এখন আর রাজার নীতি;
সকাল বিকাল মাস্তানে দেখায় ভীতি।
রাজনীতির ছত্রছায়া বিনে জীবন অচল;
দেশে রাজনীতি এখন সোনার ফসল।

ছেলে-মেয়ে স্ত্রী-বন্ধু ভাই-বোন এসো সবাই;
একসাথে রাজনীতির খাতায় নাম লেখাই।
এখন থেকে মানবো না আর ন্যায় নীতি;
সবে মিলে করব শুধু রাজনীতি রাজনীতি।  
তারিখ: ১৫-০৮-২০২৪ ইং