সূর্যটা নিশিদিন পুড়ে সৌর জগতের তরে;
নিজে পুড়ে আলো তাপ দেয় প্রতিটা ঘরে।
তাই গ্রহ উপগ্রহ সূর্যটাকে প্রদক্ষিণ করে;
এমনি মহত্ব গুণে বড়রা নিজ জগৎ গড়ে।

সূর্যের মত মহৎ আর বড় যদি হতে চাও;
আপন জনের কল্যাণে নিজেকে বিলাও।
যদি সদা থাক ব্যস্ত অন্যের সুখের জন্য;
সূর্যের মতো পাবে স্থান সবে বলবে ধন্য।

আর যদি নিজ সুখে কাটিয়ে দাও কাল;
হারিয়ে যাবে মহাকালের দৃষ্টির আড়াল।
কেউই খুঁজে নেবে না তোমার অবস্থান;
ভুলনা কর্মগুণেই জগতে মানুষ মহিয়ান।
তারিখ; ১৯-০৯-২০২৪ ইং;