আঁধারে হারিয়ে পথ ঘুরছি পথে পথে;
নহে কেহ কারো সাথে সবাই ভিন্ন রথে।
অন্ধকারে শত্রু মিত্র চেনা দায়;
বুঝিনা কে গায় আর কে বাজায়?
পঙ্কিলে ডুবেও নিজেকে বলছে সতী;
সত্যিই বোঝতে পারিনা তাদের মতিগতি।
ধর্মশালায় বসে কেউ ছাড়ছে হুংকার;
ফুলের মত চরিত্র তার।
রোজা রেখে চুপিসারে খায় পানি;
ভাবে বসে হবে না কভু জানাজানি।
ভুত আর ভগবান সব একাকার;
বেজে চলছে রণসংগীত বড় কদাকার।
চারদিকে চলছে চর দখলের মহরত;
সবাই ব্যস্ত লুটছে হীরা জহরত।
দেশটা যেন মৃত্যু দেহ একখানি;
সিংহ হায়েনা শকুন করছে টানাটানি।
সবাই ভাগ বুঝে নিতে চায়;
জনতা নিধিরাম শুধু করে হায়হায়।
তারিখ: ২১-১০-২০২৪ ইং;